ফিরেইতো পেয়েছো যৌবন,
তবু কেন চাঁচল্য তোমারি মন?
চাঁচল্যের হাতছানি বড় নিষ্ঠুর তোমার,
মাথা গুজার ঠাইটুকু কেড়ে নিলে আতসির।


অবেলায় দেখিতাম আমি
প্রেত্মির মতন রুপ, কাজল কালো কেশ।
দন্ত খনা দেখে মনে হতো
যেনো কোনো তরমুজের বীজ।
সৌখিন ছিলোনা বটে
তবুও নিত্য আসিতো এই তটে ।


একবার দেখা করিয়ে যেতো
তরমুজের বীজটাকে ।
এই তটে একটি বাড়ি
চিরচেনা আতসির।
তোমার চাঁচল্যে হারিয়ে যাচ্ছে
কে জানে  কোথায় করিবে নঙ্গর?