এতক্ষণে আসিলা তুমি!
তাকিয়ে দেখছ কি অমনি?
জীর্ণ দেহ পড়েছিল হেলায়!
কখনো ফিরিয়া দেখনি,
কেন আসিলা অবেলায়?


কখনো পারিনি দাড়িয়ে হাটতে,
রোগা-সোগা দেহটি ছিল-যে লেপটে!
ছেড়েঁ চলছিলে একলায়,
জানতে চেয়েছি, কেন আসিলা অবেলায়?


এভাবে তুমি তাকিয়ে থাকোনা!
শীর্ণ দেহটাতে অভিমান,
আর জন্মাতে চাইনা।
জন্মেছিলাম  যে-হেলায়,
জানিতে চাহিবনা এ-বেলায়
আমি চলেই যাচ্ছি অবেলায়!