ভদ্রসমাজ তোমাদের কি ঘুম ভাঙিলো!
শেষ ঠিকানায় শুয়ে থাকা নিথর দেহের
উপর দিয়ে স্টিমরোলার চালিয়ে গেলো।


তোমাদের মনেহয় ঘুমই আসেই নি!
ঘুমিয়ে থাকিলে ব্যাথার কষ্টে আতকে উঠতে।
ঘুমের দেশে করুন সুরে ভদ্রসমাজ কে ডাকিয়ে কহিলাম।
রোলারের চাপে মণ্ডল কাকার বাম পাজরটা ভেঙ্গে গেছে।


কেউ শুনিলে না!


আমি না হয় কামলা ছিলেম
ব্যাথা আমার কম।
মণ্ডল কাকা সুশীল সমাজ
তার কি আর কম।


ইহকালে পান থেকে চুন খসিলে
মণ্ডল কাকার পায়ের খরমে আমায় পেটাতে।
ব্যাথা পাইনি তখন!
বড় কাকা সাধু মানুষ
তার কি ব্যাথা কম।


ক্ষমতা নাকি শেষ হয়ে
তাতে কি'বা আসে।
ইহকালে ভালো করিলে
সম্মান রাখিতো দশে।