আমি রোজ বসে থাকতেম
গলির মোড়ে টং দোকানে।
বেসুরে হকারের ডাক শুনিতেম
বুঝতেম নে দিচ্ছে চাপ ঋণে।


ফকিরের তুলা ভায়োলিনের সুর
অব চেতনে বসে রইতেম একা।
রাত্রি অবধি কেটে যায় আসে ভোর
বেলাতে কতোটা মনের দেখা।


মলিন জলছাপ মাখা জামা
প্রকৃতি ঘুমন্ত ঘুঙুর আমি।
গাছের বাকলে লিখতেম তমা
হলুদ নিয়নে সুহাসিনী তুমি।


ফাগুনের প্রথম প্রহরে জাগা
জলছাপ জামা ছিড়ে কমলি।
বৈশাখে আসে ঝড় আমি অভাগা
দেখি তুমি চলে যাও শান্মলি।