এঁকে বেকে বয়েছে তুমি ,
মোদের দুটি গায়।
উওর প্রান্তে যুক্ত আছ,
মস্ত দশআনায়।


একদিনে  বয়েছ বুঝি
মস্ত দুটি গায়।
প্রবল তেজেই মিশে ছিলে ,
ব্রাহ্মপুত্রের কানায়।


ছিলে না-কি তেজি ,
দাদূর গল্পে শুনি।
যৌবনে ছিলে ধারা,
পড়েছে এখন খরা।


করে নিচ্ছে দখল,
প্রভাবশালী মহল।
শান্ত এখন তুমি ,
কৃষক হচ্ছে ঋণি।


ভাঙ্গনেই ভালো ছিলে ,
চলেছ অবিরাম।
এভাবেই থাকিলে পর
দশকেই বিলুপ্ত  হবে
শিয়ালদহ নদীর নাম।