তোমারি বিহনে আকাশের অশ্রু
শ্রাবণের মতো শরৎ।
মনের আকাশেও মেঘ জমেছে
বিষন্ন ভরা জগৎ।
নিঝুম বাদল আঁখি টলমল
চুয়ে পড়া পত্রের পানি।
মনেরও আকাশে যা ফুটেছে
সবটা জুড়ে তুমি।
তুমি কবিতার কলি কবিতায় বলি
কবিতায় লিখি তোমায়।
শরৎ কালেও শ্রাবণ ঝরিবে
দূরে আসো বলে তায়।