একটু একটু করে শরীরে জমছে অঙ্গার.
এখনো জানালেনা, তুমি- আমি কে কার?


নীলচে কেবিনে অন্ধকারে দুঃস্বপ্নের গল্পে
তোমায় মিলিয়ে দিতে পারি উষ্ণ ঘন বাষ্পে।


পোষা বুকে আচমকায় খুলে কালো বেণী..
একবার ঠোঁট ছুঁলেই তুষারপাত, আমি জানি।


আস্তাকুড়ের রোদে বিষাক্ত মেঘের অভ্যাস
তুমি মিথ্যে হলে চুমু খাবে, আমার বিশ্বাস।


দুহাতে বিষ উড়িয়ে কাগজে শুধু বুলেটিন
সারাদিনে একবার নিও পোশাকের প্রোটিন।


থেকে যাও এভাবে,নির্বিকার, ব্যর্থ প্রয়োজনে
আলগোছে বাঁচতে চাই, অবাধ্যতার আসমানে।