তুমি আসবে বলে
কৃষ্ণচূড়ার ফুল এখনো ঝড়ে যায়নি।
এখনো পথের বাকে থরে থরে ফুটে আছে।
বাতাসে এখনো তোমার আগমনী গান করে।


তুমি আসবে বলে
এই পথের উপর এখনো ধূলো জমেনি।
মেঠোপথের উপর শুকনো পাতা জমেছে।
তোমার হেটে চলার মড়মড়ে ছন্দ দিবে।


তুমি আসবে বলে
এই ঘাটে আর কারও নৌকা ভিড়েনি।
বালুচরের দুপাশে কাশফুলের মেলা বসেছে।
তোমার আগমনে মন খুলে দোলবে বলে।


তুমি আসবে বলে
মনো মাঝি এখনো পাল তুলে যায়নি।
নৌকা ঘাটে বেধে পথ পানে চেয়ে আছে।
তোমার অপেক্ষায় দিন গুণে।