শেষ ঠিকানার ডাকপিয়নের শেষ চিঠি আসবে যেদিন,
চোখের নোঙর ফেলে জল ডুবিতে ভাসবি না সেদিন|
অশ্রুবেলার মেঘ সূর্যটা মুছবো না আমি তোর আঁখিপাতে,
ফেলিস না তোর হীরা জল সইবে না মোর কোনমতে|
আমার ভালবাসার দিব্যি রইলো তোর কাছে,
জানি আমি থাকবো না তখন তোর আনাচে কানাচে|


কপালের টিপ ফেলে সাদা বেনারশি জড়াবি না অঙ্গে,
চেতনার সাড়াশি খুলে বেদনার লাশের ঘুম দিস না ভেঙ্গে|
চোখে কাজল মেখে ঠোঁটের হাসি পুষবি মনে,
আমিও নড়বো না থাকবো চেয়ে তোর ছায়ার কায়ার পানে|
আমার ছবির এ্যালবাম কোলে নিয়ে হারাবি না স্মৃতিচারণে,
তোর নখের নেল পালিশেতে পারবো না মিশতে চেনা শিহরণে|
একলা ফুটপাতে হেঁটে হেঁটে,একাকিত্বের জমাট তুলবি না থেকে থেকে,
হাতের চুড়ি নাড়িয়ে স্পর্শ চুমুকে পারবো না নিতে তোকে এই বুকে|


ভর সন্ধ্যার রঙ মেখে আইসক্রিম খাবি সবার সাথে,
নীলুয়া চাঁদের রাতে চোরা হরিণের গল্পে থাকবি মেতে|
বসন্ত বা শ্রাবণ সকালের মেলাতে নিজেকে তুলবি ভালবাসার ছকে,
শূন্যতার ক্যানভাসে রাখিস না আমাকে,এতে যাই বলুক লোকে|
আমার ভালবাসার দিব্যি রইলো তোর কাছে,
অসুখী খাতার কলম ফুড়ে লিখবি না তুই মিছে|