ভেবেছি মরণ আমার ঐ আঁখিকোণে,
খেয়েছি বিষ সেই কবেই আমি না জেনে|
ফুরিয়েছি নিঃশ্বাসের রোদ তার ছায়া কিছু বাকি,
থেমেছে ঘড়ির কাটা বুঝি সময় দেবে ফাঁকি|
নাইবা হলাম ঘুঘু বসন্তের কোকিল গানের গলা,
তবু তো পাবো ভয়াবহ সুখ নিয়ে যাবার এমন বেলা|
ভেবেছি মরণ আমার ঐ আঁখিকোণে,
খেয়েছি বিষ সেই কবেই আমি না জেনে|
ফুরিয়েছি নিঃশ্বাসের রোদ তার ছায়া কিছু বাকি,
থেমেছে ঘড়ির কাটা বুঝি সময় দেবে ফাঁকি|
নাইবা হলাম ঘুঘু বসন্তের কোকিল গানের গলা,
তবু তো পাবো ভয়াবহ সুখ নিয়ে যাবার এমন বেলা|
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
Use the following form to leave your comment on this poem.
এখানে এপর্যন্ত ১১টি মন্তব্য এসেছে।
Dada kothai go, aj 3 din holo maharajer kobitay aschona? Amar lekha ki tomar ar valo lage na dada. Parle eso ador dadai.
ভীষণ ভাল লাগল
ভাল
লাগল
--অল্প তবু ভালো।--
তবু তো পাবো ভয়াবহ সুখ নিয়ে যাবার এমন বেলা|
ভাই, শেষ লাইন থেকে 'নিয়ে' আর 'এমন' বাদ দিন। মাত্রা কাটছে।।
Bahhh..
valo laglo....
Ador Dada valo tobe mon kharap kora. Amar kobitay eso.
বেশ লাগল
Khubi valo go dadavai.
Valo thakben.
Amar patai nimontron roilo , asben kintu !
{সুদীপ তন্তুবায় (নীল)}
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.