আমি ফুটপাতে থাকি
আঁকিবুঁকি আঁকি রাস্তায়,
আমি অনাহারে থাকি
আনমনে বকি একলায়


আমি চন্দ্রকে শুনি
রাত্রিকে বলি বারবার,
সেই আত্মাটি আজ, হয়ে গুটিশুটি
বাঁচতে চাইছে আর একবার


কিছু কি আছে তার
এই শহরকে দেওয়ার


শ্রীহীন বস্ত্র, পান্ডুর মুখ,
রৌদ্রে দগ্ধ কালসিটে দেহ?
সৌখিন তারা, বড় নাম করা
তবু জানি তারা, দেখবেনা কেহ।


কিছু কি আছে তার
এই শহরকে দেওয়ার


শরীরের ঘাম, গায়ের খাটুনি,
মগজের কাম, সততার নীতি,
কৌশল আর সদা সম্প্রিতি?


সব,সব-ই আছে তার কাছে
তবু ওরা যেন চকচকে খোজে


ধুর, অহেতুক বসে ভাবি
ভুলে যায় আমি
ফুটপাতে থাকি--