😃😄😁😃


আমি এখন অনার্সে পড়ি
সেই ছোট্ট ছেলে না,
যখন খুঁজতাম শুধু ছুটি
বলতাম,নানা বাড়ি যাব মা।


অনার্সে পড়ি বৈ কি হয়েছে
যেন মনটা কচিই আছে,
পুচকে থাকতে যে ছুটি তলব করতাম
আজও যেন সেই বয়সের আমি পোলাপান।


বাড়ি যাওয়ার খুব শখ,বুঝলে
শুধু ছুট্টি পেলে হয়,
ওমনি মন যেন ফুরুৎ পাখি হয়ে
আকাশ পানে উড়াল দেয়।


তবে টাকা তো লাগবে,তাই না
এখন কি চাইলেও আর যাওয়া যায়,
কত্তগুলো টাকা বাবা
খরচ করছেন,আমার দিকে চায়।


মনকে বুঝায়,আরে বেটা
সারাজীবন গ্রামে থেকেছিস,
এখন তুই শহুরে ছেলেটা
ফিটফাট থাক, নিছনা রিক্স।


অবশেষে মুখে হাসি ফুটায়
মনকে করি শক্ত
করতে চাই জীবন সুন্দর,সাধনায়
সবকিছু অনুপ্রেরণা,সাহস আর ধৈর্য্য।