রাষ্ট্রভাষা বাংলার দাবিতে
            যখন ঢাকার রাজপথ গরম,
সেই মিছিলে অংশ নিয়েছিল
             আঠারো এর হাজারও তরুণ।


সালাম,বরকত,শফিক,জব্বার
            বুক পেতে দেয় ভাষার জন্যে,
রাজপথ রঞ্জিত হয়
  ছাত্রদের তাজা লাল টুকটুকে রক্তের বন্যে।


স্বদেশে দেশের ভাষায় গাইতে গান
  বিলিয়ে দিল শতশত তাজা প্রাণ
         সেই তারিখ একুশের,
   আমরা করব শ্রদ্ধাভক্তি সম্মান
   রাখব বাংলা ভাষার সেই মান
         আজীবন এ দেশের।


সময়ের নিঠুর গ্রাসে
                 অনেকে আজ উদাসীন
এই রত্ন বাংলা ভাষার প্রতি,
কন্ঠকে চেপে ধরেছে
           অল্প কন্ঠে উচ্চারিত প্রতিদিন
কভু যেন এ ভাষার হয় না সমাধী।


আমরা ভাষার জন্যে লড়েছি
ভাষার জন্য মরেছি
করেছি ত্যাগ প্রিয়সাথী,
জীবনকে তুচ্ছ করেছি
অন্ধকারে প্রদীব জ্বেলেছি
শোন ঐ,যেন ডেকে বলছে আজ
              শহীদরা একত্রে বেঁজে বাঁশি।