মন গগনে তোমার ছবি
বৃক্ষ পাহাড়ে আঁকি বসি
ঊর্মি বারি পাথার এসে
ভেসে নেয় মোর দূর দেশে।


তোমার সে চাহনি
আমার লাগি
চুলের উড়ন্তে
বাতাসে ভেসে
আমার কাছে
আসে গৌরবে।


মুক্তা হাসির ঝিলিকে
উড়ে যায় মন দিগন্তে
তোমার কথা বলার শব্দে
রোজ সকালে ঘুম ভাঙে
যেন তুমি মোর মনে
নিয়েছ জায়গা করে
অজান্তেই বা ভুলে
কিংবা কোন সুরে।


মনের ভুলে কাউকে
অজান্তে ভালোবেসে
হারিয়ে বিদায়ে
পেয়েছ তা নীরবে,
সেই শক্তি বুকে
এনেছে ক্ষুদ্র পরিসরে
কবিতার ছন্দে মেতে।


জীবনের বাস্তবতা
এক এক অভিজ্ঞতা
দিয়ে যায় শিক্ষা
নিয়ে যায় বার্তা
দূরে দূর ফেলিয়া
ফিরে আসে শেষে
সুন্দরের পরিবেশে
সুন্দরে বাঁচতে।


যতদিন যতক্ষণযায়
স্ব,স্ব কর্মে হাত বাড়ায়
তব ভুলে মনের বাঁধায়
তোমার হাজির পায়।


সত্যিকারের ভালবাসা
নিয়ে যায় কিছু কথা
দিয়ে যায় কখনো ব্যথা
সাথে কবিতার ভাষা।


কত শুনি গল্প
প্রেম-বিরহের কাহিনী অল্প
এক মেয়ে যায় চলে
চার বছর প্রেম করে
নিজের শান্তি নিজে খুঁজে
যদিও ছেলেটি বলে
তোমায় ছাড়া বাঁচব না রে।


সবকিছু ভাগ্যের লিখন
যতকিছুই করিনা এখন
কষ্টের সব গল্পগুলো
মানিয়ে নিয়ে সামনে চলো
স্ব-স্ব কথা নীরবে বলো।


কখনো কারো দিনঘনে
অনেকে শূন্য অরণ্যে
ঘুরে বেড়ায় পাখির কুজনে
স্মরণ করে অতুল সমুদ্রে
হারিয়ে যাওয়া সেই ফুলে
মৌমাছি এসে পাপড়িঁ দুলে
গান গেয়ে যায় গুঞ্জরণে
পায় না শুধু মধু সেখানে।


মনে করে হেরে যাওয়া স্মৃতি
যেখানে ধূসর  পান্ডুলিপী
ছড়িয়ে ছিটিয়ে বেড়ায়
মমতার বাণী শোনায়।


এসব খন্ড খন্ড কথা
হয়তো দিবে ব্যাথা
কারো জীবনের কথা
হঠাৎ ঘনঘটা।


কেউ বসন্ত বাতাসে
আবার রিক্ততা শীতে
কেউ গ্রীষ্মের গরমে
বর্ষার স্মরণে
দুখময় জীবনে
কথাগুলো পড়বে মনে
বাজবে অন্তরের টানে।


হাসি-কান্না থাকবেই
বিপরীত তো লাগবেই
তা না হলে কেমনেই
বুঝবে সুন্দরের মানে
আঁধারে আলোর দানে
মিথ্যা-সত্যের গানে।


যদি কেউ পাও কষ্ট
বলোনা তুমি নষ্ট
কেন হলে পথভ্রষ্ট
করো মন পরিশুদ্ধ
হবে পরিতৃপ্ত।