তোমার জন্য কাঁদে মন
হে আমার প্রিয় বোন
আরও কত বন্ধুজন
দেখে বাস্তব বিশলতা।
ভাবনার ভাষা ভবে
করতে কন্টক কাননে
অথবা অথৈ অসুরে
ঘুরে মন প্রকাশে বার্তা।
নিজস্ব নিজ-স্বার্থ  নিষ্প্রাণ
মন-মননে, মগজে মশাল
জ্বালাতে জঙ্গল-জাহান
অসম্ভবকে সম্ভব করার ইচ্ছা।
গগনের গম্ভীর গহ্বরে
বিদঘুটে বিষাদের বিরোধে
মৃদু মোলায়েম মন ও মস্তিষ্কে
কভু হেরেছি  খুঁজতে আলপনা।
চাহনি চশমার চাবিতে
সুন্দর সুদর্শন সাধু সাজতে
আকর্ষন আমরন আজাবে
চেয়েছি চক্ষুষ্মান চমৎকার চম্পা।
আমি পাই নি নিজকে  চিনতে
অগ্নিবীণা যেন আসছে ধেয়ে
তোমার এ নিশ্চুপ নীরবে
বলছে সামনে এগিয়ে যাও বাছা।