আমি চাই বা না চাই
খাই বা না খাই
মৃত্যু তুমি আসবেই
আমি পাই বা না পাই
আছে পুঁজির স্বল্প তায়
সময় শেষে ঘণ্টা বাজবেই।
তুমি হাজার চাও
মৃত্যুর জন্য কর অনুনয়-বিনয়
অসংখ্য সময় ধরে,
তুমি দুখে কাতরাও
সুখে কোকিল কণ্ঠে গান গাও
জান কবজ হবে নির্দিষ্ট সময়ে।
যতদিন যতকাল আর সন্ধ্যা-সকাল
অসময়ের ভাবনা বেশে মুগ্ধ বিকাল
আসবে তোমার নিকট,
আবার বিড়ম্বনা,বিতৃষ্ণা,বিভৎস
জ্বলজ্বল করে মিটিমিটি আলো
হানবে কখন সে আওয়াজ বিকট।
কথা সুরের সেই সোনালী রাত
পৃথিবী অরণ্যে নেই তুমি আজ
কীভাবে যে চলে যাবে হঠাৎ,
কি কাজ করেছ কাল
আজ হবে তার বিচার
রবেনা সাহস, ভেঙ্গে যাবে মঠাৎ।
ঘুমেছি আজ তব
দেখা কি কাল হবে কভু
জানেন মোর নিজ প্রভু
সত্যে মরণ নিও,
কবর সে আসল জিনিস
বুঝব যেদিন হব ফিনিস
ঈমান ভিক্ষা দিও।