জীবন আমার ছিলো সাদা
ছিলোনাতো কোথাও কাদা
আজ তুমি ছিটিয়ে দিলে
পারলে বলো তা কেমনে?


তোমার জীবনে যাইনি আমি
এসেছিলে সেকালে তুমি
আলো দেখেয়ে ছিলো এ ভূমি
আমায় পুরালে সে কে তুমি, সুমি।


সে দিন গুলো ছিলো শুভ
ঝকঝকে আলোর আলোকিত
নষ্ট করলে চোখের পলরে
আমার আকাশে মেঘে ঢেকে।


শুভ সময় ছিলে পাশে শুভর
দূরসময় গেলে চলে অভয়
আকাশের মেঘ গুলো আজ বলে
আমি নাকি শুভ দোষী হয়েছিরে।


তোমার দেওয়া নামটি আজও
পারিনি কিছুতে যে পাল্টাত
সাজ বেলাতে ফোনে বেঝে ওঠে
শভ সকাল শুভ সকাল বলে।