এমন তো কথা ছিলো না
না না না সুরভী চলে যেও না॥


যাবার বেলায় দিলে না দেখা
কপালে তোমার দুঃখের রেখা
আমায় করে গেলে কেনো একা
একবাও তুমি ফিরে দেখলে না ॥


মেঘমালায় ছিলোনারে লেখা
আকাশের বুকেও বাধা ছিলো
তোমার আমার এই ভালোবাসা
রং তুলির রংঙ্গে ছবি খানি আঁকা ॥


রংঙ্গের সাজে সেজে তুমি বধূ
পেলে বলো এমনও কিসের মধূ
কোন সুখেতে গেলে গো চলে
একটি বারও আমায় না বলে ॥


এক পলকে দিলে তুমি এসে দেখা
আজও আছেরে বন্ধু এ বুকে গাঁথা
থাকিবে বহমান এ ভালোবাসা কথা
আসিও ফিরে ইচ্ছে হলে অন্য বেলা ॥