কখনো চাইনি এমন জীবন
তা হলো পরিবারের দায়ে
শত আকুতি করেও মিলেনি
সদউত্তর বন্ধুর সায়ে।
আংটি বদল হলো যে আজ
মালা বদল শুধু বাকি,
জীবন হলো তোর খাচায় বন্ধি
আমায় দিলি তুই ফাকি।


এতো দিনের সম্পর্ক ছিলো
সবই তোমার নিলা খেলা
এ জীবন নিয়ে নিয়তি
করেছে খেলা অবেলা।
কপালে লিখা ছিলো তাই
মেনে নিয়েছি শত অন্যায়
বিষাদে ভরা ভালোবাসা তার
নিরবে সয়েছি কিসের আশায়।


এ বেলায় আমি তোকে
হাত বাড়িয়ে ডাকি,
তোকে ছাড়া আমি একা
কেমন করে থাকি।
মিছে স্বপ্ন ভরা নায়ে
দিওগো একটু ঠাই
তোমার হবো এ ভবে
যদি সুযোগ পাই।