মাঝি তুমি তো বন্ধু নও
শত্রুর মতো কথা কও
কাছে আসলে দূরে যাও
উল্ট হয়ে নৌকা বাও।


হে মাঝি
তুমি আমায় ছেড়ে
এবা করে কোথায় যাও
কইয়া যাও গো মাঝি
তোমায় আমারও হৃদয় বাধি।


ও মাঝি
আমারে লইয় যাও
ওকুলের বট মূলে
সকলে বলে হুনি
সবুরে মেওয় ফলে।


আমি
আসলে হইছেকি মাঝি
তোমায় ছেড়ে কেবা করে থাকি
রাত-দুপুরে শুধু ভাবি আর ভাবি
তুই মাঝি আমার কাছে কহন আবি।


ও মাঝি
বেলা ঘরে যাবার সময় হলো বুঝি
দেখ দেখ দেখ মাঝি চাইয় দেখ
আকাশে কি অন্দর মেঘ
আমায় কয় যামু কিনা মেঘের বাড়ি।


তয় মাঝি
আমি তোরো ছাড়া যামুনা
আমি যেথায় যাইনা কেরে
তোরে ছাড়া যামুনা কইলাম
তুই মাঝি আমার লগে থাহিস।


মাঝি তুই থাহিস
মাঝি থাহিস কলামৃৃ.


সাব্বির আলম চৌধুরী
তারিখ:-২৯/০৫/২০১৪