অনুভুতি শব্দটা হাড়িয়ে গেলো
কতোবার খুজেছি ফিরাবো বলে
কিন্তুু খুজে পাইনি অনুভুতির আদ্রতাকে
কষ্টে মাঝেও হাসি মুখে থাকি পথচেয়ে।


এইতো এক্ষনি বুঝি ফিরে পেলাম তারে
আসিবে আবার ভাঙ্গা তড়ির এ নায়ে
ভাসিব দু’জনে মিলে দুঃখের ভায়
মন যমুনার উত্তাল ঢেউয়ের তালে তালে।


তাল নেই কুল নেই আসতে হলো ভুল
এ হাসির মাঝেও ফেটে বেদনার ফুল
এতোটুকো সুখের অনুভুতি বুঝায় না
সকলে খুজে পায় হাহাকারের আর্তনাত।


মাঝে মাঝে অঘাত ইচ্ছে করে বলতে
এ কথাটি তাদের শুধুই বুঝাতে
আমি কতোটা বেদনা লুকাই গো
তোমরা সে বেদনা কখনো খুজোনা।


হৃদয় মোহনায় আছে আমার
সকোটি লাঞ্ছিত অঘাত বেদনা
খুজোনা তোমারা তা আর খুজোনা
দেখা হলে তাকে কখনো বলো।


দেখো একদিন ঠিক লুকিয়ে যাবো
বেদনা লুকারো কোনো এক নায়ে
মাঝি নেই মাল্লাও তো আর নেই
নায়ের মাঝে ভালোবাসাও তো নেই!