প্রথম দেখায় তোমাকে মুগ্ধ হয়ে দেখি
সময় পেলেই অবাক দৃষ্টিতে তাকাই
ভাবতে থাকি কখন বল মনের কথা
সাহস পাইনা দাঁড়াতে তোমার সম্মুখ্যে।
সেই দিনের অপেক্ষার প্রহর গুনি
তবুও গুনা আর শেষ হয় না
কেনো যে এমন হলো বুঝতে পারছিনা
শুধুই খুঁজা সময় সুযোগ বুঝা।


           একদিন তোমার সম্মুখ্যে গিয়ে দাড়াই
          চলার পথে কাটা হয়ে যাই একপলকে
          এ কাটা হওয়ার কোনো ইচ্ছে ছিলো না
          তবুও বাধা হলাম সেদিন দাঁড়াতে।


কারণ তোমার বাবা-ভাই সকলে মিলে
চেয়েছে মিয়া পরিবারে বিবাহ দিতে
আর তখন শুনতে পারি তুমি রাজি নও
তাই তোমাকে আর বিবাহ দিতে পারে নাই।
লাজ-লজ্জার মাথা খেয়ে দাড়াই
তোমার জন্মদাতা পিতার সম্মুখ্যে
বলতে চাই তোমাকে ভালোবাসার কথা
এই দূর সাহস নিয়ে যাওয়া এবং বলা।


          এর উত্তর ভালো মিলেনি, মিলেছে লাঞ্চনা
          আমাকে কুকুরের মতো তাড়িয়েছে
          শুধু তাই না বলেছে মেরে ফেলবে!
          যদি আর কখনো পাওয়ার চেষ্টা করি।
          বিশ্বাস করো আমি কখনো এমন চাইনি
          চেয়েছি ভালোবাসার সাগরে ভাসতে
          চেয়েছি তোমায় নিয়ে কোথায়ও ঘর বাঁধতে
          চেয়েছি শান্ত হয়ে থাকতে তোমাকে পেয়ে।