না না তা আর আমার হলো না
তোমাকে ভালোবাসার দায়ে পড়েছি
তোমার বাবার দেয়ওয়া পাঠার বলি
মিথ্যে সন্ত্রাসে চিহ্নিত হতে হলো আজ।
আমাকে মিথ্যা মামলার ভয় দেখায়
এবং একটি মামলাও করেছে সেদিন
তোমার নাকি মানহানি করেছি
তোমার বাবা-ভাই মিথ্যে মামলা দিলো।


তবে হ্যা, আমি তাই করব যা হয়েছিল
যার কারণে আজ ফেরারী আসামি
যে কারণে যেতে হতে পারে জেলে
এমন হতে পারে ছয় মাস এর আধিক।
এতে কোন দুক্ষ নেই আজ বিন্দু মাত্র
দুক্ষ হলো একটাই যা তুমি বুঝ না
তোমার বাবার কথা, তুমি হলে রাজসাক্ষি
আর আমি হলাম আজ এ আসামি।


চিৎকার করে বলতে ইচ্ছে হয়
ভালোবাসি তোমায় ভালোবাসি
তোমার দেওয়া সেই মামলায় হয়
ভালোবাসার অপরাদে আমার ফাঁসি।
আজও সাক্ষি রয়েছে কিত্ত্বনদের
সাজানো গোছানো সেই বাঁশ ঝার
যেখানে দেখা হলো তোমার সাথে
হঠাৎ, চৈত্র এক বিকেলে।


আজও বাঁশ পাতা গুলো পরে আছে
যেখানে বসে কথা বলেছি দুজনে
আজও দাড়িয়ে আছে তুলসি গাছ
যেখানে দাড়িয়ে চোখে চোখ ছিল দুজনর।
আজও সব রয়েছে সে দিনের মত
কোনো পরিবর্তন হয়নি এ বেলা
তুমি আজ কেনো এমন হলে একবার বলো
কি দোষ ছিলো নিংরানো ভালোবাসায়।


গ্রহণ যোগ্য হলে গ্রহণ করিতে হয়
গ্রহণ না করিলেও বর্জন করা উচিত নয়
স্বাদ বস্তু সচ্যতায় সোভা পায়
তোমরা নারীরা তো সব সময় কৃপন
পূর্ব পূরুষ থেকে তা দেখে আসছে
তাই তোমাদের ভালোবাসা পায় বখিলে।