তুমি ভেবো না নাজারফা!
কালই আমি ধরা দিবো পুলিশের কাছে
কোটে গিয়ে যানাতে চাই নির্ভয়ে
মাহামান্ন আদালতের কাছে ক্ষমা চেয়ে
কাউকে ভালোবাসাটা অপরাধ কি?
চিৎকার করে বলব তোমার কথা
আদালতে দাঁড়িয়ে আমার ব্যাথা
বলবো তোমার বাবা-ভাইয়ের কথা
চিৎকার করে বলব ভালোবাসার কথা।


এতে কি শাস্তি বেড়ে যাবে সেদিন
তার পরও বলব আমি ভালোবাসি
আমাকে, মৃত্যু দণ্ড দিবে কি?
তবে না আদালত তা পারবে না।
তোমাকে ভালোবাসার দায়ে
শেষ নিশ্বাস জেলে ফেলব
তোমার বাবার সাথে যুদ্ধ
ঘোষনা করছি আজ।
দেখব ভালোবাসার সততা যাচাই করে
বুঝব ভালোবাসার কষ্ট কাকে বলে
জেল খানার প্রতি ধুলোর মাজে
খুজব তোমায় গৃলের কাছে
ঝংয়ের আধরতার ভাজে ভাজে।


আমার জেল হবে তো বলো
এভাবে চুপ করে থাকো কেনো?
তবুও বলব বারবার ভালোবাসার কথা
ভুল করেও করব না কখনো নিরবতা।
আজ থেকে আমি ভালোবাসা আদায়ের জন্য
এই আদালতের প্রঙ্গনের মেঝে দাড়িয়ে
নাজারফার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষনা করছি
এতোটুকু ভালোবাসা পাওয়ার জন্য,
এ বিদ্রোহ বন্ধ করব না কিছুতে
আমার কাটুক না সাড়া বেলা ঐ জেলে।