আজ বুঝিয়াছি কষ্টকে
পাঁখি যে আমায় বুঝিয়েছ।


ভই এ হলো নীল আকাশের
শেষ বিকেলের পোষা কষ্ট!
কাদালো আজ আমায় সে
ভুলিব কেমন করে তারে।


চেয়েছি আমি এতো টুকু সুখ
দিয়ে গেলো আকাশ সমান
হরেক রকম আমায় দুঃখ
তা নিয়ে পরে আছে এ বুক।


এতো কষ্ট এতো দুঃখ
বহিব আমি আজ কেমনে
পাঁখি আমার ঘর বেধেছে
অন্য গায়েরই বুকে সনে।


এতো সুখ পাবে-কি আর তাতে
যে সুখ দিয়েছি আমি দ্বিবা-রাতে
এগারোটি বছরের সুখ গেলে ভুলে
দুঃখ দিলে তুমি আজ আমায় কেমনে।