হাত রাঙ্গয়েছ যে রং দিয়ে
সে রং হলো আমার রক্ত
এবুঝি ছিলো তোমার দেওয়া
সেদিনের ভালোবার সর্ত।


রংয়ের খেলা খেললে তুমি
আজকের এই দিনতে
ভালোবাসার ফাদে ফেলে
ধ্বংশ করলে আজ দুপুরে।


হৃদয় পরের বসত বাড়ি ভেঙ্গে
দিলেনা কেনো চিতায় উনুন জেলে
ছেলাবেলান দিন গুলো ছিলো ভালো
তোমার হৃদয় সেদিন ছিলো আলো।


রক্তের লালে মেহেদী মেখে
যাচ্ছো কাল আমায় ছেড়ে
আসিও ধিরে ধিরে তুমি ফিরে
আবার কখনো এ রক্তের প্রয়োজন হলে।


সুখের মাঝে সুখ পুষে রেখে
আজ দুপুরে দুঃখ দিলে ফিরিয়ে
নতুন সুখের সন্ধান খুজে পেলে
সেকি সুখ বেশি দিবেরে আমার চেয়ে।


তোর সুখেতে আমি সুখি সখি
তোর দুখেতে আমি যে হবো দুখি
সুখের কোনো কমতি হলে
আসবিরে তুই ফিরে নির্ভয়ে।