এমন কিসের অহংকার বলোতো
যে কারণে আমায় মামলা দিয়ে
চার দেয়ালের মাঝে বন্দি করেছ
চৌদ্দ শিকের মাকর্শার খাঁচায়।


আজ ইচ্ছে করে চিৎকার করে বলতে
তোমার মতো মেয়েকে যেনো ভালো না বাসে
সকলে যেনো ঘৃনা করে চলে সর্ব আমায়
যেনো থু-থুও না ফেলতে যায় তারা।


আজও বড় অবাক হয়ে আছি প্রিয়তমা,
কাশিপুর কারাগার এতো যে নিষ্ঠুর
তা এর পূর্বে বুঝতে পারি নাই
আজ তা নির্মম আঘাতে বুঝলাম।


যাই হোক,
আগামী কালকে মামলা কোটে উঠব
বিচারক যা আদেশ করবে তা শুনব
যদি বিক্রিত আদেশ ঘোষনা করে
সাথে সাথে বিদ্রোহ ঘোষনা করব।


এতে যে সাজা হবে মাথা পেতে নিবো
অন্যায় বিক্রিত বিচার গ্রহণ করব না
তুমিও এসে হাইকোটের ৪-৩৩৭ নং কক্ষে
সেদিনও দেখবে বিচারকের সম্মুখ্যে দাড়িয়েছি।


নয়নে নয়ন রেখে দেখব প্রাণ ভরে
আদালতের কাঠগড়ায় থেকে দাড়িয়ে।