কষ্ট আমার পোষা এক পাখি
এগারোটি বছর তারে পুষে রাখি
আজ পাখিটি সুযোগ পেয়ে
ঘর বেধেছেরে অন্য ডালে।


কষ্ট হয়েছে আজ আমার সঙ্গী
জীবনের সাথে করেছেরে সন্ধি
তার খোঁজেতে সকাল বিকাল চলি
কার কাছেতে এই কষ্টের কথা বলি।


কষ্টের নীল রঙ্গে হয়েছি রঙ্গিন
আজ আমি ঘুড়ি সঙ্গি বিহীন
দিয়েছে সে অন্যকে সঙ্গ
করেছে ভালোবাসার প্রাচির ভঙ্গ।


কষ্ট কষ্ট কষ্ট আমি করি ফেড়ি
হয়েছে ফিরতে আমার দেড়ি
সুখ আমি দিয়েছি বিক্র করে
সুখের শূল্যে কষ্ট ক্রয় করে
জীবন গেলো দুঃখে দুঃখে কেটে।