জেল হবে বলে পরিবারের সকলে
ভয়ের সাগরে ভেসে ভেসে দিন কাটায়
আনন্দের মোহনায় উজালা ঢেউ
তুলে মেঘলা আকাসের তারা গুনছ।


কিন্তু, এর কোনটাই আমি করিনি
শুধুমাত্র সেদিনের অপেক্ষায় আছি
তোমাকে একবার দেখার জন্য
কারণ আজতো সপ্তম কোর্ট চলছে।


বাকরুদ্ধ হয়ে এখনো ভাবি
চতুর্থ কোর্টের দেওয়া সে কথা
যখন বলেছিলে কাটগড়ায় দাড়িয়ে
তোমার পরিবারের মানহানি করেছি।


সে কথাটি মনে হতেই
অবাক হয়ে যাই!
তুমি সব ভুলে গেছো এভাবে
আদালতে আমার সুম্মুখে।


তাহলে কি ভেবে নেবো
পূর্বের সবছিলো সাজানো নাটক?
অন্ধ ভালোবাসার ছলনায়
খেলছ আমায় নিয়ে
বিগত সেই দিন গুলো
মন মহিমার ছল ছাতুরে।


তোমার কি!
কোনো প্রয়োজন ছিলো
এ ভাবে অভিনয় করার
ভালোবাসার সরলতার
এই সুযোগ খোজা
তোমার সুখই হলো
আজ আমার কষ্টের বোঝা।