অথচ তুমি কাটগড়ায় দাড়িয়ে
স্বপথ করেছ যে,
যাহা বলিব সত্য বলিব
সত্য বই মিথ্যা বলিব না।


তুমি সেখানেও,
আমায় অপরাধী করেছ
সত্য না বলে মিথ্যা বলেছ
ভালোবাসার কথা না ভেবে
তোমার বাবা-ভাইয়ের কথায়
পরিকল্পিত ভাবে সেদিন।


আচ্ছা বলতো,
কোর্টে কি সত্য কথা
তোমার মুখে মানাত?
না, মানাত না,
কারণ মুখ পোড়াদের মুখে
কখনো সত্য কথা আসে না।


যে লোক কাটগড়ায় দাড়িয়ে
মিথ্যে বলে
সে কখনো ভালো হতে
পারে না
যে লোক বাবা-ভাইয়ের কথায়
চলতে পারে
সে কখনো ভালোবাসার মানে
বোঝে না।


তুমি হলে, জ্ঞান পাপি
নিজ ইচ্ছায় গড়তে পারো
আবার খেলা শেষে ভেঙ্গে ফেলো,
তাও আবার, কারো প্রবনঞ্চনায়
দিনের শেষ প্রান্তে ঝুট বলো
সে কি ভাবে ভালোবাসবে বলো।


আজ সি¦কার করছি
সব দোষ আমার,
তোমার কেনো দোষ নেই
কারণ,
তোমাকে ভালোবেসেছি
এতে যদি জেল হয় হউক।