হলুদ বাটো মেহেদী বাটো
বাটো তোমরা গো হোন্দা মেতী॥


আসিবে যখন বর পক্ষ
রবন ডালা নিয়ে তোমার বড়ি
যাবে তুমি সব সৃতি ভুলে
সাজিবে তখন গো তাড়াতাড়ি। ঐ


পুরোনো দিনের সে প্রিতি গুলো
রবে আজও হয়ে বিষাদের সৃতি
তোমায় দেখিব দূর হতে প্রাণ ভরে
ভুলিবো কেমনে এ নিয়ম নিতিরে। ঐ॥


হলুদে হলুদে ছেয়ে গেছে আজ
তোমারও কালো ঐ মুখ খানি
বুকটি আমার কেঁপে ওঠে বারবার
পাইনি খুজে উপায় ফিরিয়ে আনবার। ॥


জীবনের বাকিটি সময় থাকুক তোমার
আজকের মতো হলদে হয়ে ঐ মুখ
ছেড়ে যেনো না যায় নতুন স্বর্গের সুখ
আসে যদি দুঃখ আবা এসো তুমি ফিরে।
রাখব তোমায় বকি জীবনে এ হৃদয়
জতনে বিষাদের মন-মনি কোটায়। ঐ ॥