এই মাসে হাসি খেলে
গায়যে পাখিরা গান
তাদের গানের তালে তালে
ভরে যায় এ প্রান।


লাল পাখি, সবুজ পাখি
ডাকছে বসে দু’ডালে
নামটি তার কেমনে বলি
ডাকছে বিজয় টিয়া পাখি।


সবুজ-শ্যামল কাশবন
আকাশের কপালে লাল টিপ
মাঝি গায় বিজয়ের গান
ফুটে ওঠে বীর শ্রেষ্ঠের দ্বীপ।


সকালে দেখি রবি হাসে
সন্ধ্যে হলে কেন যে কাঁদে
সুরে সুরে বেঝে ওঠে
বিজয়ের গান সব হৃদয়।