আমি গাঙচিল হব
নীলাকাশে সাদার আবেশ ছড়িয়ে
পাড়ি দিব বিদীর্ণ পথ।


যে পথের সীমা হয়ত তোমার জানা
হয়ত আমারও।


যে পথে বাঁধা আছে,আছে সংশয়
যে পথে রক্তপলাশ ফোটে কালো,বিবর্ণ
যে পথে গাঙচিল মরে বুক ফেটে তৃষ্ণায়।


তবু সেই পথই আমার
যে পথে হারাবে গাঙচিল গতিতে দুর্বার
যে পথে রক্তপলাশ ছড়াবে লালিমা ভয়ংকর
যেখানে স্রোতধারা দেবে অবিরাম তৃষ্ণার জল।


যেখানে বিকেলের রোদে দাঁড়াবে
গাঙচিল আর স্রোতস্বতী -
কে? তুমি?