বাসন্তী বিদায়


পোড়া লাশের গন্ধ ধেয়ে আসে
শিমুল তলার শ্মশান থেকে
বসন্তের বাতাসে উড়ে আসে কালো ছাই
কাল সে আপন মানুষ ছিল, আজ আর সে নাই।


বাসন্তী কাফনে আমি


সাড়ে তিন হাত মাটির নিচে আজ ওর বিছানা
বাঁশের খুঁটি আর চাটাই এর মশারি চার কোনা
ধুপ বাতি আতরের ঘ্রাণ, বুকের উপর খেজুরে ডাল
কাল সে আপন মানুষ ছিল, দুদিন বাদে অচেনা।