জল রং দিয়ে তোমার ছবি আঁকতে গিয়ে দেখলাম
আমি আমার বেদনার অবয়ব এঁকেছি,
আমার স্বপ্নে দেখা খসড়া নগরীর প্লাটফর্ম
তখন কেঁপে উঠেছিল সদ্য জলে ভেজা রং তুলি।


লাল শাড়ি তে দু ফোটা নীল দিতেই
নুয়ে পড়েছিল আমার বোধ,
মোমের আলোয় থেতলে যায় পূর্ণিমার চাঁদ
পিপাসাক্ত বুকে দানা বাঁধে আমার হলুদ ঠোঁট।


আমার আঁকা সমস্ত ক্যানভাস পুড়ে যায়
আমি মুঠোয় তুলে নিলাম তোমার ভেজা অন্তর্বাস
নির্বাক বোধে থেমে যায় সাদা কালো চোখ
মিশ্র শতাব্দীতে জন্ম নেবে আবারো প্লেটোর রিপাবলিক।