বসন্তের বাতাসে মেঘালয় থেকে উড়ে আসা সাদা মেঘ,
সেদিনও অপেক্ষায় ছিল সোহরাওয়ার্দী উদ্যানে।
হাজার হাজার তৃষ্ণার্ত পাখির হৃদয়,
কবির তর্জনীর গর্জনে বৃষ্টিতে ভেজাবে বলে।


আমি বিদ্রোহী বাঙালি,
সাদা কাগজের কালো কালিতে ধ্বনিত
জনকের মুখে উচ্চারিত শ্রেষ্ঠ কবিতায়
প্রাণ পেয়েছিল হাজার হাজার রক্তে মাংসে গড়া ভোকাল কর্ড।


প্রতীক্ষার উম্মাদনায় সকাল থেকে মত্ত দীপ্তিময় সূর্য,
সমুদ্রের কোল ঘেঁষে দীপ্ত হয়েছিল স্বাধীনতার আশায়।

আমি বিদ্রোহী বাঙালি,
আমি ভুলি নাই আমার জনকের মুখ
নাম তাঁর শেখ মুজিব।


যাঁর কবিতায় ফুটে উঠেছিল পৃথিবীর গর্ভ
রূপান্তর হয়েছিল একটি লাল সবুজের ভূ- ই,
নাম তাঁর বাংলাদেশ।