রুপহীন সংশয়ে আজও সেই ক্ষত মুখে, অসংখ্য সন্দেহ রেখা,
তোমার কঠিন স্পর্শ,
চোরাবালি অপলক প্রান্তর
পথের দুই প্রান্তে নতজানু কাশবন,
এ আমারই গ্রাম, এ আমারই স্বদেশ।
নির্বান্ধব বন্দর, শ্মশান ঘাট
ধোঁয়া ঘেরা মধ্যরাত,
ক্রমশ হারিয়ে যায়
তন্দ্রাভিলাষে।
চোখের ভিতরে কোনও স্বপ্ন নেই,
চারিদিকে ঈশ্বরের ক্লান্তি হীন প্রলাপ,
এলোমেলো অলিগলি
সব মার্কেজের চোখ থেকে উঠে আশা সিনেমা।
আমি সত্যি যা হারিয়েছি
তা কোনদিন ফিরে পাবার নয়,
কাগজের ক্যালেন্ডার কিংবা ঘড়ির কাঁটা
কেউ ই দায়ী নয়,
আমি অন্ধকারে হেঁটে চলা মানুষ নব্য প্রমিথিউস।