আয়নার সামনে দাঁড়িয়ে এখন আর নিজেকে দেখে না মানুষ
শূন্য মাটির ঘরে ব্যর্থ বিষণ্ণতা, অন্তহীন ক্লান্তিতে চোখ দু'টো অস্তিত্বহীন
প্রাচীন সংস্কারে পদযুগল জীবন্ত অপেক্ষামান।
সভ্যতার রন্ধ্রে বেড়ি পরিয়েছে প্রথা-ধর্ম-স্বাদহীন জিভ আর আঁচলের ঘাম
কোথায় বিপ্লবী আজ, জেগে ওঠো অশোকের চাকায়,
ছোটাও কলম মানুষের স্নায়ুস্রোতে চকচকে আয়নায়