প্রতিটি মানুষই বোঝে; বেদনা বোধ কতটা গভীর হয়।
বুকের মাঝে সবাই অসংখ্য দীর্ঘশ্বাস বয়ে বেড়ায়।
লাল রক্ত জমাট বেঁধে দলিত হয়ে ঝরতে থাকে রাতের মধ্যাহ্নে,
আমার এ দীর্ঘশ্বাস কৃষ্ণবর্ণ হয়ে গাছের পাতা ঝরার মত মরমর শব্দ করে চলে যায়।
আহত কপালে বিস্ফরিত হয় বুকের প্রাচীন ইতিহাস,
কে জানতো! বর্ষাকালে আমাকে চৈত্রের মাটি ফাটা দুপুর বুকে বয়ে নিয়ে বেড়াতে হবে।
গ্রিলের লতানো পাতার মোড়কের ভেতর থেকে শুনতে হবে সভ্যতার মৃত্যু,
একেকটি মানুষ তাঁর পাঁজরে গুপ্ত ধনের মত জমায় জীবন্ত সংবাদ,
আর এভাবেই একদিন হঠাৎ চলে যায় ওপারে,
কিছু গভীরতর দীর্ঘশ্বাস ফেলে।