প্রিয় বঙ্গ পিতা,
তুমি জানতে না; তুমি ফিরে আসবে।
কিন্তু তোমাকে আসতেই হয়েছে বাংলার জনতীরে।
তুমি বলেছিলে,
" বাংলাদেশ স্বধীন থাকবে, বাংলাদেশকে কেউ দাবাতে পারবে না
কবিগুরুর কথা আজ মিথ্যা প্রমাণ হয়ে গেছে; আমার বাঙ্গালী আজ মানুষ।"
তুমি জানতে, তোমার ফাঁসির হুকুম হয়ে গেছে।
তোমার সেলের পাশে একটা কবর খোঁড়া হয়ে গেছে।
তুমি প্রস্তুত ছিলে।
বলেছিলে,
" আমি বাঙ্গালী, আমি মানুষ, আমি মুসলমান,
একবার মরে, দুইবার মরে না"।
বলেছিলে,
" যদি আমার মৃত্যু এসে থাকে হাসতে হাসতে যাব।
আমার বাঙ্গালী জাতিকে অপমান করে যাব না"।
তুমি হায়নাদের বলেছিলে,
তোমাদের কাছে ক্ষমা চাইব না। যাবার সময় বলে যাব-
" জয় বাংলা, স্বাধীন বাংলা- বাঙ্গালী আমার জাতি- বাংলা আমার ভাষা- বাংলার মাটি আমার স্থান"।