দু'চোখে বসন্তের বিলাপ নিয়ে
বেঁচে থাকি নির্বোধ বালকের মত,
প্রতিদিন মানুষের মিছিলে জমা হয়
মৌনতা, দ্বিধাহীন দাগ আর অতীত।


দুঃখ সে তো কেবলই ধুলো জমা স্মৃতি
গভীর রাতে পাহাড় সমান বৈরিতা নিয়ে
নির্ঘুম রাত জাগা আর একাকীত্ব আমার দোসর
কাল বেলায় হেঁটে চলা দাসত্বের পদযুগলে।


ডায়েরির পাতার ভেতর সেকালে লুকান
যৌবনাবতি গোলাপ আজ রক্ত জবা
হিমশীতল হাওর হয়ে বুদবুদ করে বুক
সেখানে অবশিষ্ট থাকে সুফিয়ানা কালাম।