সেদিন মাথার উপর ছায়া ছিল,
আকাশ মাড়িয়েছি পৃথিবীর ইতিহাসে,
জয়ী হয়েছি ভেবে দু'আঙ্গুল উচিয়ে আনন্দে বলে উঠলাম হে মৃত্যু, বল তুমি কতদূর?


আমার চাওয়া পাওয়া পূর্ণ না হলেও
বিশ্বাস বেচে নিঃশ্বাস ফেলেছিলাম
সবুজ ক্ষেতের নীড়ে।


টলমল পানি ছুঁয়ে শান্তির খোঁজে
ঘুরেছি অলিগলি, রাজপথ আর
হাতপাতা মানুষের ভিড়ে ।


অভাবে অলিন্দ ঘেঁষে
অমলিন দেয়াল হেসে
পিতার পৃথিবী মরে
জীর্ণ শার্টের ভেতর।


হঠাৎ কোথায় কখন যেন বেজেছিল ধুন
আকাশের তারা হয়ে ধরে ছিল সুতো
কন্যার আঙ্গুলে দশটি রঙিন বেলুন।


শিরশিরে বাতাসে উড়ে পড়া কৃষ্ণচূড়ার পাতা
চুলের গোঁড়ায় গেঁথে গেঁথে বৃষ্টির আগমন জানিয়ে দিলে
আমি ছুটে গিয়ে আশ্রয় নিয়েছিলাম তিস্তার বুকে।


আবারও সেদিন আকাশ মাড়িয়েছি পৃথিবীর ইতিহাসে,
জয়ী হয়েছি ভেবে দু'আঙ্গুল আনন্দে বলে উঠলাম হে মৃত্যু, বল তুমি কতদূর?


১৯/০৯/২০২০
সাহিত্য মঞ্চ থেকে তিস্তা মহিপুরঘাট।