গ্রীষ্মের দুপুরে , কাঠ ফাটা রোদে
                         গলাটা আমার ফেটে যায় , চুরমার হয়ে ।
                         জলের তৃষ্ণায় তাই , হোটেলে ছুটে যাই
                                     জল পানের জন্যে ।
      
                        বাজারেতে গিয়ে দেখি , গরমের কারবার
                    ঘামেতে ভিজে জামা , হোল যে কি একাকার ।
                     চারিদিকে চেয়ে দেখি , রোদের কি কারাবার
                    চোটি এবার গলেই যাবে , ভাবিতেছি বারবার ।


                   তৃষ্ণায় আবার যে ভাই , ফেটে যেতে থাকে গলা
               এবার আমি ছুটে যাই তাই , কাছে আছে শরবত ওয়ালা ।
                      সেখানেতে গিয়ে দেখি , কিজে ভিড় ভাই
                    এক গ্লাস সরবত পানের , সুযোগ না পাই ।


                     হাসিমুখে সরবত ওয়ালা , করছেন পরিবেশন
                     কত কড়ি ধুকছে পকেটে , হিসাব করবেন কখন ।
                       অনেকক্ষণ দাড়িয়ে পেলাম , সরবত আমি ভাই
                            সরবত পান করে , এক ছুট লাগাই ।


                     এক ছুটে আমি ভাই , বাসাই এসে থেমে যাই
                     টেবিল ফ্যান চালু করে , সামনেতে বসে যাই ।
                       বসে বসে ভাবি তাই , গ্রীষ্মের দুপুরে আর
                             আমি , কখনো বেরুবো না ভাই ।