সকালের কুয়াশা কেটে
নতুন স্নেহের আবছা ছায়ায়
জন্মান্তরবাদের সূর্য ওঠে
শীতের সূর্য বারান্দায় বসে
বাবার  খবর আনে
তবুও
প্রহর বাড়তে থাকে সময় ঘিরে
অপেক্ষার মেঘ জমে
বাবার ডাক আসেনি তখনও
দুটি চোখ দুপুর ঘিরে
অথচ বাবার চারদিকে মিথ্যের ডালি
সাজিয়ে বসে থাকে অভূতপূর্ব নাট্যকার
দুপুর ভেঙে বিকেল এলে
বাবার আসনে বসিয়ে
ধ্যান মগ্ন থাকে


তবুও
ছেলের খবর না নিয়ে
রাতের গভীরে ডুবে যায়
অভিনয়ের মগ্নতায়...