তোমার চোখে- মুখে রাগের ক্ষোভ
মানুষের মতো হিংসারর ছায়া পড়ে
সারাদিন  নাটকের দৃশ্য থেকে দৃশ্যান্তর
অলৌকিক বন্ধুর অভিনয়ে আঁধার নামে
বাতাস জেগে ওঠে - আমি তখনও
তোমার অপেক্ষায়
তুমি তখনও  রাতে জেগে বাহুবন্ধনে
আমি কেবলই জেগে থাকি রাত জুড়ে
বুভুক্ষু মানুষের মতো
তুমি আনন্দে বিভোর কত আয়োজনে
রাতটুকু পড়ে থাকে
পূর্ণ এক আত্মার আবেগে।