সকালের কুয়াশা না কাটতে কাটতে
রাতের ঘ্রাণ নিয়ে যে চলে যায়
সে আবার ফিরে আসে
প্রতিরাতে ঘ্রাণের আশায়


শুধু উপেক্ষিত হয় নিজের সন্তানেরা
কেবলই  স্নেহের পবিত্র ভিক্ষার জন্য
বারবার যেতে চেয়েছিল যে ছেলেটি
২৯শে ডিসেম্বর তাকে দূর থেকে
নিষিদ্ধ করেছিল  
অসহায় ছেলেটা তখন
অঝোরে কাঁদছিল উঠানে বসে
অথচ ছেলেটা বাবার কাছে ছুটে যেতে চায়
শুধু স্নেহ ও ভালোবাসার টানে
কিন্তু  পবিত্র শ্রদ্ধার কোনো
মর্যাদা দিল না বন্ধুর কারণে
অবোধ ছেলেটা  সারারাত জেগে
মৃত্যুর পথ বেছে নেয়..