সকাল সকাল  কবিতায় ভাসবো  বলে
ঢাকা শহরের রাজ পথে
বর্ণ, শব্দ  বাক্য  উড়ে উড়ে
পৌঁছে যায় আল মাহমুদের
কবিতা সমুদ্রে
সেই সমুদ্র থেকে তুলে নিচ্ছে
ভারত ও  বাংলাদেশ
যেখানে এখনও  কবিতা সমবণ্টন  হয়।