ঠিক অবহেলা নয়,যেন তোমার নিখুঁত অন্যমনষ্কতায়
তুমি কি যেন খুঁজে যাচ্ছ
দেখে যাচ্ছ প্রিয় মুখ
আবেগে সমুদ্র সাক্ষী রেখে
কত স্বপ্ন  দেখাচ্ছিলে
যে ভাবে তুমি অত কাছে এলে
সেই চোখে মুখে কত অবহেলা লুকিয়ে
শুধু আমি বুঝিনি এই দ্বিধা —


ঠিক অবহেলা নয়,যেন তোমার নিখুঁত অন্যমনষ্কতায়
আমার বহু নিবেদন  দু'পায়ে  মাড়িয়ে দিলে
আর প্রার্থনাগুলো তুমি স্টেশনে  ছড়িয়ে দিলে যাত্রীদের পায়ে পায়ে
তবুও আমি অহংকারী বুকে
আজও  স্বেচ্ছায়
তোমার - আমার সম্পর্ক
দিগন্তঘেরা বিস্তীর্ণ  পথে
ভেজা ভেজা চোখে  আগলে রাখি।


ঠিক অবহেলা নয়, যেন তোমার নিখুঁত অন্যমনষ্কতায়
আড্ডায় মেতে তোমার দেওয়া কথাগুলো ভুলে
লাইটপোষ্টের  আলোতে তোমার মুখ উজ্জ্বল হয়ে ওঠে আনন্দে
বাম পকেটে থাকা স্মার্ট ফোনটি বেজে যায়  
সারারাত কত প্রিয় সুখ
অবাঞ্ছিত আমি শুধু শুধু শুয়ে
তোমার নিখুঁত অবহেলায়।