একটা অস্ফুট আলোরেখা
আমার চেনা রাস্তার পাশ দিয়ে  
অচেনা রাত্রি ছুঁয়ে যায়।
আমি বিস্ময়ে  সেই অন্ধকারে দীর্ঘশ্বাস ফেলি
অস্থিরতা আমাকে জাগিয়ে দেয়
রাত্রির কোণে  জেগে থাকা খাটের গায়ে হিন্দোল
পবিত্র  ব্যাকরণ মেনে
সমুদ্র উপকূলে বসে থাকা
উন্মুখ বিস্তৃত বিশ্বাসে ভরা দুটো চোখ
অচেনা মুখের বয়স
ধীরে ধীরে  নিমিত্ত কারকের আদলে
সারা রাত ভরে যায়
অচেনা রাত্রির ব্যাকরণ।