আমি ঈশ্বর দেখিনি কখনো ঠিকই
দেখেছি আমার মা'কে
পরম বিস্ময়ে কেটেছে শৈশব ও কৈশোর
যৌবনেও দুর্বিষহ
ঈশ্বরের কাছে ঘুরেছি কত
এই পৃথিবীর সিঁড়ি ভেঙে
তবুও মিলেছে জীবন হাহাকার
সপ্রসঙ্গে একাকিত্ব
কেবলই বৃত্তের আলো, আঁধারে
দেখেছি মুক্ত এক জীবন
তার সাথে সাথে তুমি এলে কাছাকাছি
আধ্যাত্মিক সরল ভালবাসায়
ঘুমঘোরে জেগে উঠি —
তখন তুমি আমার ঈশ্বর
শিহরে বসে করে যাচ্ছ কোমল আদর।